Saturday, December 20, 2008

শুধু তোমার জন্যে স্বাধীনতা

ঝরে পড়ল অনেকগুলি তাজা প্রাণ। রক্তে রঞ্জিত হল রাজপথ। জন্ম নিল একটি ভাষা। আমার মায়ের ভাষা। আর ঐ বিশেষ দিনটি হয়ে গেল আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস।
মাঝে কেটে গেল অনেকটি বছর। তারপর লাখো মানুষের মিলিত কন্ঠ রুপ নিল সমুদ্রের গর্জনে। খালি হল অনেক মায়ের বুক। ভাই হারাল বোন। সন্তান হারাল বাবা। তাদের সব রক্ত মিলে তৈরী হল একটি সমুদ্র। এত আত্নত্যাগ, ভালোবাসা সব কিছুর বিনিময়ে সূচনা হল আমাদের বিজয়ের। জন্ম হল একটি নতুন রাষ্ট্রের। পৃথিবীর সব চেয়ে সুন্দর দেশ। অপূর্ব প্রাকৃতিক রুপ নিয়ে নববধূর সাজে আমার বাংলাদেশ।
লাল টকটকে রক্ত আর সবুজ বনভুমি মিলে তৈরী হল একটি লাল-সবুজ পতাকা।
তারপর অশুভ শক্তি বার বার বিস্তার করতে চেয়েছে তার অশুভ থাবা। কিন্তু লাখো মানুষের আত্নত্যাগের আর ভালোবাসার দেয়ালে আবদ্ধ এই দেশ। সেই দেয়াল ভেদ করবে এমন সাধ্য কার।

No comments: